IEB তে ভর্তি তথ্য

যারা ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন ইন্জ্ঞিনিয়ারিং এ অধ্যায়নরত রয়েছেন, তারা জেনে নিন, ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর
মেম্বারশীপের জন্য যা যা প্রয়োজন,
সাধারণ মেম্বারঃ
প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট
হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১/এসএসসি/সমমান পাশের সার্টিফিকেটের ফটোকপি
২/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেটের ফটোকপি।
৩/ এক কপি পাসপোর্ট ও এককপি স্ট্যাম্প সাইজ ছবি।
৪/ ভর্তি ফি ৫০ + বাৎসরিক চাঁদা ২০০ = ২৫০ টাকা মাত্র এবং
সকল সনদপত্রের ফটোকপি ও ছবি প্রথম শ্রেণীরগেজেটেড কর্মকর্তা অথবা আইডিইবি’র সকল
জেলা কমিটির সন্মানীত সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে। স্টুডেন্ট মেম্বারঃপ্রার্থীকে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১/ এসএসসি/সমমান পাশের সার্টিফিকেটের সনদপত্রের ফটোকপি।
২/ পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত পরিচয় পত্রের ফটোকপি।
৩/ এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি।
৪/ ভর্তি ফি = ১০ টাকা মাত্র এবং সকল সনদ পত্রের ফটোকপি ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা আইডিইবি’র সকল
জেলা কমিটির সন্মানীত সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে। আরও জানতে IDEB তে যোগাযোগ করতে পারেন।



আমি এখানে ঃমিঠু পারভেজ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঝিনাইদহ জেলা

Ultra-fast broadband fund launched by UK government: ইউকে গভর্নমেন্ট কর্তৃক চালু অতি দ্রুত ব্রডব্যান্ড ফান্ড