হার জিতের আক্ষেপ
হেরে যায় নিজের কাছে
নিজে নিজেই
তবুও অপেক্ষা থাকে
থাকে আক্ষেপ!
আহ, তবে হেরে যাওয়ার আগেও
হেরেছি,হারিয়েছি;হারায়ে খুজেছি, খুজছি!
জিতে যাওয়ার সুযোগ করে দিয়েছে যে,
সে হারেনি,হারেন না!
জিতে যায় স্বত্বা;পরিতৃপ্ত আত্মা
ক্ষুধার্ত চোখ মুখ
ক্ষুধার্ত মগজ
চোখে মুখে ভাজ পড়ে হারানোর আক্ষেপে;আবেগে-জৌলুশে!
[৩০শে ডিসেম্বর ২০২১]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন