এক নজরে ঝিনাইদহের দর্শনীয় স্থান সমুহ
ঝিনাইদহ বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এক জেলা যা দক্ষিণবঙ্গের
প্রবেশদ্বার। লালন শাহ, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক
সিরাজুল ইসলাম, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো
আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান,
কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের
প্রাচুর্য মন্ডিত ঝিনাইদহ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান গুলোর মধ্যে
উল্লেখযোগ্য হলো; নলডাঙ্গা রাজবাড়ি, সাতগাছিয়া মসজিদ, শৈলকূপা জমিদার
বাড়ি, বারবাজারের প্রাচীন মসজিদ, গাজীকালু চম্পাবতীর মাজার, খালিশপুর
নীলকুঠি, গলাকাটা মসজিদ, জোড় বাংলা মসজিদ, শাহী মসজিদ, ঢোল সমুদ্রের দীঘি,
মিয়া বাড়ির দালান, কেপি বসুর বাড়ী ইত্যাদি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন