GCam ( জি -ক্যাম) কি?

  G-cam এমন একটা অ্যাপ্লিকেশন যা সমস্ত ক্যামেরা প্রেমী বা যারা ফটো প্রেমী মানুষ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল গুলিতে এই অ্যাপ্লিকেশন টি সাপোর্ট না নেবার কারণে তা একটু চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। 


    বর্তমানে G cam বা গুগল ক্যামেরা এমন একটি চাহিদার বিষয় হলে দাড়িয়েছে, যার কারণে নানান ডেভেলপার এই গুগল ক্যামেরা কে অন্যান্য মোবাইল কিভাবে ইনস্টল করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছে। এমনকি এখন প্রায় সকল মোবাইল এ এই গুগল ক্যামেরা টি সাপোর্ট করতে শুরু করেছে।                                 
  বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল গুলিতে তিনটি বা সর্বাধিক চারটি করে ক্যামেরার লেন্স যুক্ত করা হয় ফটো কোয়ালিটিকে উন্নত মানের করে তোলার জন্য। প্রতিযোগিতার বাজারে এই বিষয়টি বর্তমানে খুব গুরুত্ব পেয়েছে যে কোন কোম্পানি বেশি সংখ্যায় ক্যামেরা দিচ্ছে।

    10000 টাকার মধ্যে পাওয়া কিছু মিড রেঞ্জের মোবাইলে আজকাল খুব সহজেই তিনটি, চারটি ক্যামেরা দেখতে পাওয়া যায়। এখানে ওয়াইড অ্যাঙ্গেল, ডেপথ সেন্সর, ও ব্লার সেন্সর ইত্যাদি দেখতে পাওয়া যায়। অর্থাৎ একাধিক লেন্স যুক্ত এই সকল মোবাইল গুলি আমাদের খুব উন্নত মানের ছবি দিয়ে থাকে।

    বিশ্বের কয়েকটি নামিদামি কোম্পানি যেমন সামসাং, নোকিয়া ইত্যাদি গুলিও বাজারের এই চাহিদাকে অনুসরণ করে অল্প টাকায় তিনটি চারটি ক্যামেরাযুক্ত মোবাইল বের করেছে। শুধুমাত্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই চেষ্টা বলে মনে হয়।

    কিন্তু একটি অবাক করা এবং আশ্চর্য বিষয় হলো গুগোল কোম্পানির নিজস্ব মোবাইল অর্থাৎ গুগোল পিক্সেল এর গুলিতে এখনো পর্যন্ত একটিমাত্র ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়। যদিও মোবাইল গুলির দাম নেহাত কম নয়। 

    আমাদের বর্তমানে ভাবতে একটু অবাক লাগলেও এত দামি মোবাইল গুলিতে কিভাবে একটি ক্যামেরা ব্যবহার করে এই কোম্পানি এত সুন্দর ছবি দিয়ে থাকে তা অবাক হতে হয়। অন্যদিকে মাত্র 10 হাজার টাকার মধ্যে তিন থেকে চারটি ক্যামেরাযুক্ত যেখানে মোবাইল পাওয়া যায়।

    আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে এই সকল 10 বা 15 হাজার টাকার তিন থেকে চারটি ক্যামেরাযুক্ত মোবাইল এর ফটো গুগোল পিক্সেল এর একটিমাত্র ক্যামেরা লেন্স এর কাছে অনেকটাই হার মেনে থাকে 

     আমরা এই গুগোল পিক্সেল ফোনে ব্যবহার করা লেন্স বা ক্যামেরা টি কে জি ক্যাম বলে থাকি। জিক্যাম হলো গুগোল ক্যামেরা। আসলে এটি গুগলের দ্বারা তৈরি করা নিজস্ব একটি প্রোডাক্ট এবং এটি শুধুমাত্র তাদের নিজস্ব গুগোল পিক্সেল এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

     


G-CAM বা গুগোল ক্যামেরা কি 


     গুগল কোম্পানি তাদের নিজস্ব স্মার্টফোন গুগোল পিক্সেল এর ক্ষেত্রে যে ক্যামেরা সফটওয়্যার টি ব্যাবহার করে তাকে আমরা জিক্যাম বা গুগোল ক্যামেরা বলে জেনে থাকি। এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি সফটওয়্যার এর উপর নির্ভর করে কাজ করে।

    গুগোল পিক্সেল এর মোবাইল গুলিতে একটিমাত্র লেন্স যুক্ত করা থাকে। কিন্তু এই একটি মাত্র লেন্স এর উপর নির্ভর করে গুগোল পিক্সেল G cam সফটওয়্যার টির মাধ্যমে অত্যন্ত এবং হাই রেজুলেশন যুক্ত ছবি আমাদের দিয়ে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঝিনাইদহ জেলা

Ultra-fast broadband fund launched by UK government: ইউকে গভর্নমেন্ট কর্তৃক চালু অতি দ্রুত ব্রডব্যান্ড ফান্ড